চাঁদপুর : চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ অভয়াশ্রম এলাকায় জেলা টাস্কফোর্স ও নৌ পুলিশের অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকাল থেকে চাঁদপুরের হাইমচর উপজেলার সাহেববাজারসহ মেঘনা নদীর অভয়াম্রম এলাকাতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) এ এস মোসা, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) চাকমা, জেলা মৎস কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ জেলা টাস্কফোর্স কমিটির সদস্যসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
ফম/এমএমএ/