চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর ও হাইমচর উপজেলা টাস্কফোর্সের পৃথক অভিযানে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় আটক ১৯ জেলেকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২ নভেম্বর) অভিযানের শেষ দিনে এসব তথ্য জানান সদর ও হাইমচর উপজেলা মৎস্য বিভাগ।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ৮জন জেলেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
একই সময় জব্দ করা হয় ২৫ হাজার মিটার কারেন্টজাল, দুই মাছ ধরার কাঠের নৌকা ও ৩০ কেজি ইলিশ মাছ। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট, নৌকা কোস্টগার্ড হেফাজতে এবং ইলিশ স্থানীয় এতিমখানা, গরবী ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এদিকে হাইমচরে অভিযানে অংশগ্রহণকারী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ জানান, গত ২৪ ঘন্টায় হাইমচর উপজেলায় অভয়াশ্রম এলাকায় উপজেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করেন। এর মধ্যে ১১ জেলেকে ১ মাস করে কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী। বাকী একজেলে শারিরীক প্রতিবন্ধী হওয়ার কারণে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
একই সময় জব্দ করা হয় ৬০ হাজার মিটার কারেন্টজাল, ২টি মাছ ধরার নৌকা এবং ৩৫ কেজি ইলিশ মাছ। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট, নৌকা কোস্টগার্ড হেফাজতে এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিতরণ করা হয়।
উভয় অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন, হাইমচর আউটলেট ও নৌ পুলিশের পৃথক দল সার্বিক সহযোগিতা করেন জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/