মৃত্যু শয্যায় থাকা শিশু তাহসিনের চিকিৎসার জন্য এগিয়ে আসুন

চাঁদপুর : চাঁদপুর শহরের ফ্যামিলি কেয়ার হাসপাতাল ও হেলথ কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে তাহসিন আক্তার (১০) নামে শিশুর টনসিল অপারেশন সংক্রান্ত জটিলতায় এখনও মৃত্যুর প্রহর গুণছে। গত ফেব্রুয়ারি মাসে টনসিল অপারেশনের পর জটিলা দেখা দিলে তার অবস্থার অবনতি হতে থাকে।

তাহসিন আক্তার সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের দক্ষিণ রালদিয়া গ্রামের হাসান খান সবুজ মিয়ার মেয়ে।

পরিবার থেকে জানানো হয়, বর্তমানে আগারগাঁও লায়ন্স হসপিটালের জেনারেল সেকশনের ৬০২ নাম্বার বেডে চিকিৎসাধীন আছে তাহসিন। এখন পর্যন্ত এই শিশুর চিকিৎসায় প্রায় ৫৫লাখ টাকা খরচ হয়েছে। যে কারণে নিঃস্ব প্রায় পরিবারটি। জীবনের সকল সঞ্চয় এবং যা ছিলো সব বিক্রি করা শেষ। বর্তমানে চিকিৎসা চালানো অসম্ভব হয়ে যাচ্ছে পরিবারটির।

তাহসিনের পরিবারের লোকজন সবসময় মানুষকে সহায়তা করতো। তারাই আজকে নিজ সন্তানের জন্য সাহায্য প্রার্থী। তাহসিনের পরিবারের পক্ষে তাদের স্বজন ও সুহৃদরা শিশুটিকে বাঁচানোর জন্য আর্থিক সহযোগিতা এবং এগিয়ে আসার আহবান জানিয়েছেন। সাহায্য পাঠাতে পারেন এই নম্বরে (বিকাশ/নগদ) ০১৮২২১০১১১৯।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম