মৃত্যুর মুখোমুখি বাইক ভ্রমণ

“প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে” এটি যেমন চীর সত্য, তেমনি অনকাঙ্খিত মৃত্যুও কেউ কামনা করেন না। মানুষকে চিন্তা করার জন্য বিবেক দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন দেখে চলার জন্য। তারপরেও মানুষ ঝুঁকি নিয়ে এবং জীবনের মায়া ত্যাগ করে প্রতিনিয়ত চলছে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে চোখে পড়ল এমনই একদৃশ্য। এক বাইকে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে বাইকে ছুটছেন এক ব্যাক্তি। চাঁদপুর শহরের পাসপোর্ট অফিস এলাকায় রেলগেটে সাগরিকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে এসে প্রবেশ করছে, ঠিক ওই মুহুর্তে রেলগেটে আটকা পড়েন ওই ব্যাক্তি। কিছু সময় গেটের দক্ষিণ পাশে অপেক্ষা করছেন। পিছন থেকে দেখাগেল অবুঝ শিশুকে বাইকার ও তার স্ত্রীর মাঝখানে বসিয়ে রেখেছেন। বাইকের দুই পাশে বড় বড় দুটি ব্যাগ। পুরো বাইকটিই ব্যাগ আর আরোহী। এমন দৃশ্য দেখে কেউ কোন ধরণের কথা না বললেও দুর্ঘটনার পর আসে সচেতনতার নানা কথা।

পরিবারের আপনজনদের নিয়ে মৃত্যুর মুখোমুখি এমন বাইক ভ্রমন কতটা যুক্তিযুক্ত! ছবি ও প্রতিবেদন: সিনিয়র করেসপন্ডেনট

 

ফোকাস মোহনা.কম