
– বায়জিদ আহমেদ কল্লোল
যে আলো ছায়ার সংকরায়ন ঘটিয়াছিলো তোমার আমার প্রাগৈতিহাসিক মাতৃকা-উপাসনার
ধারায় তা কি মনে আছে?
মনে আছে জবা?
মনে আছে, আদিমতম গ্রহ গতকাল, গতকাল ঠিক বুধবার হয়েছে ক্ষয়?
মনে আছে নীহারিকা কিংবা তারও দূর অস্তিত্বের দূরবর্তী কোনো সুখ?
মনে আছে গত কর্তিকে আমাদের লগ্ন পেরিয়ে বিয়ে,
সে অশুভ বিয়ের কথা?
সবজান্তা রেডিওর তরুণ কন্ঠস্বর তোমার মনে আছে?
মনে আছে পুরোনো সব চাকায় মন্থর ট্রেনের কথা?
মনে আছে আমার লাশের গন্ধ
সে দূর্বা ঘাসে চাপা পরা লাশ?
মনে আছে তোমার মূমীতের কথা?
কিংবা বিলুপ্ত মূমীতের মৃত্যুর কথা?
মনে আছে?
মনে আছে জবা?