মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন) এর ব্যক্তিগত পক্ষ থেকে অত্র ইউনিয়নের ৬টি দুর্গা পূজা মন্ডপে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেছেন।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে পূজা মন্ডপ কমিটির সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। পরে ওইদিন বিকালে পূজা মন্ডপগুলোতে উপস্থিত হয়ে তিনি বস্ত্র উপহার প্রদান করেন।
এসময় জনপ্রিয় চেয়ারম্যান বাতেন বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই সকলেই যার যার ধর্ম পালন করার অধিকার রয়েছে। আমি প্রতি বছরই আমার ইউনিয়নের পূজা মন্ডপগুলোতে সাধ্য অনুযায়ী সহযোগীতা করি। মুন্সি পরিবার ইউনিয়ন বাসীর সেবায় নিয়োজিত আছে আগামীতেও থাকবে। সাজেদুল হাসান বাবু (বাতেন) আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে দেশের উন্নয়ন বাস্তবায়ন করছেন। সবাই যার যার জায়গায় থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে উন্নয়ন বাস্তবায়নে সহযোগিতা করুন। তাহলেই আমরা দ্রুত উন্নত বাংলাদেশের শিখড়ে পৌছাতে পারবো। প্রধানমন্ত্রীর স্বপ্ন গড়ার লক্ষ্যে ইসলামাবাদ ইউনিয়নকে একটি পূর্ণাঙ্গ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলবো। আসুন সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অমৃতলাল নাগ, আওয়ামী লীগ নেতা আঃ কাদির প্রধান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র দাস, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন হিমু’ ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফম/এমএমএ/