মুছা রাজাপুরি চাঁদপুর জেলা তরিকত ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত

চাঁদপুর: বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি  নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুছা মজুমদার  রাজাপুরি।
২২ জুলাই শনিবার বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা শাখার এক মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলী হোসাইন চাঁদপুরী এই ঘোষণা দেন।মোহাম্মদ মুছা মজুমদার রাজাপুরি দীর্ঘ দিন থেকে বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা শাখার কার্যক্রম গতিশীল ও সংগঠনকে আরো সুসংগঠিত করার লক্ষ্য কাজ করে যাচ্ছেন।
তার কার্যক্রমে সন্তুষ্ট হয়ে তাকে চাঁদপুর জেলা তরিকত ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, মোহাম্মদ মুছা মজুমদার  রাজাপুরি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম