মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে জেলা কমান্ডার এমএ ওয়াদুদ এর শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর: চাঁদপুরে আমরা মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে জেলা কমান্ডারের আলোচনা ও কমান্ডার এম এ ওয়াদুদকে আমরা মুক্তিযোদ্ধার সন্তানদের ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা ও চাঁদপুর সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা কমান্ডার এ জেলার এক মাত্র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ এর সাথে মঙ্গলবার (১৮ জুলাই) সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পরে মুক্তিযোদ্ধার সন্তানরা জেলা কমান্ডার এ জেলার এক মাত্র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরন করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সেন্টু, বীর মুক্তিযোদ্ধার সন্তান যথাক্রমে মোঃ জাকির হোসেন, শেখ মহিউদ্দিন রাসেল, আবুল বারাকাত রেজোয়ান, নূরুল হায়দার সংগ্রাম,জিল্লুর রহমান জুয়েল, বাবুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম