
চাঁদপুর: চাঁদপুরে ঐতিহাসিক ৭মার্চ, ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি বলেন, আজকের সভাটি খুবই গুরুত্বপূর্ণ। এ মাসটি আমাদের অনেক স্মৃতিবহন করে। আমরা যেসব কর্মসূচি হাতে নিয়েছি, আমরা সকলে যথাযথ মর্যাদায় পালন করবো। এ দিবসগুলো আমাদের সকলের অনুষ্ঠান। সকলকে মিলেই এ অনুষ্ঠানগুলো করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করব যেন আপনাদের আলোচনা সভা গুলোতে মুক্তিযোদ্ধাদের অতিথি হিসেবে আনবেন। কারণ আমাদের সন্তানদের জানতে হবে মুক্তিযুদ্ধ চলাকালীন প্রেক্ষাপট, কি রকম সাহসিকতার সাথে তাঁরা যুদ্ধ করেছিলেন এবং সেখানে সামাজিক কি অবস্থা ছিলে। তখন আমাদের সন্তানরা বুঝতে পারবে কি কষ্টের মধ্যদিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি।
জেলা প্রশাসক বলেন, ৭ মার্চের কেন্দ্রীয় অনুষ্ঠান স্ব-স্ব অফিসে ভার্চ্যুয়ালী বা বিটিভি এর মাধ্যমে দেখতে হবে। স্ব-স্ব অফিসে আলোকসজ্জা করতে হবে। সকাল ১০ টায় শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর উপরে ডকুমেন্টারি উপস্থাপন করা হবে।
তিনি আরো বলেন, জাতীয় শিশু দিবসে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই পড়ার প্রতিযোগিতা করতে হবে। শিশুদের আমাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে হবে। ২৫ মার্চের দিন রাত ৯ টা থেকে ৯.০১ মিনিটে ব্ল্যাক আউট মানে বিদুৎ থাকবে না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য শহিদ পাটোয়ারী প্রমূখ।
এসময় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/