
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার নিজমেহার বর্ধন বাড়ি, মেহের কালীবাড়ি ও নাওড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে পূজায় আগত ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, এদেশে সুদীর্ঘকাল ধরে সকল ধর্মের মানুষ পাশাপাশি থেকে একে অপরের সাথে ভাইয়ের মতো বসবাস করছে। দেশে বহু কিছু ঘটলেও আমাদের সম্প্রীতিতে বিন্দুমাত্র ফাটল ধরেনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি নির্যাতনের খড়গ নেমে এসেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর। আমরা সম্মিলিতভাবে সে যুদ্ধ করেছি এবং ভারত আমাদের ব্যপক সহায়তা করেছে। সবাই ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে হানাদার বাহিনীকে পরাজিত করেছি এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি।
এই মুহূর্তে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তিনি একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রের চিন্তা করেছেন । যে রাষ্ট্রে সকল ধর্মের মানুষ একে অপরের পাশাপাশি থেকে ভাইয়ের মত বসবাস করবে। আপনাদের ধর্ম পালনের যে স্বাধীনতা সেটা আমাদের সংবিধানে সুস্পষ্ট লিপিবদ্ধ রয়েছে, আর এ সংবিধান জাতির পিতা অনুমোদন দিয়ে গেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল মজুমদার ও সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুন, উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইলিয়াস মিন্টু, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল প্রমুখ।
ফম/এমএমএ/ফয়েজ/