মুক্তিযুদ্ধের বিজয় মেলায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের পরিবেশনা

চাঁদপুর:  আবৃত্তি, গান ও নৃত্যের মধ্য দিয়ে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের উপদেষ্টা ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এতে একক আবৃত্তি পরিবেশনায় অংশ নেন তাশফিয়া ফাহমি, প্রখর পীযূষ বড়ুয়া, শ্যামা সরকার মুন, ফাতেমা তুজ জোহরা, তাম্মিনা, প্রথমা নন্দী, নিলয় দাস,ও তানজিনা তাবাসসুম।  একক সঙ্গীত পরিবেশন করেন প্রখর পীযূষ বড়ুয়া, তাশফিয়া ফাহমি, পুনম নন্দী, অদিতি ঘোষ। নৃত্য পরিবেশনায়  ছিলেন শ্যামা সরকার মুন, তনুশ্রী দাস, ওমর নূসরাত প্রীতি।

সমবেত সঙ্গীত ও বৃন্দ আবৃত্তি পরিবেশনায় ছিলেন পুনম নন্দী, আরিয়ান, অর্ণা,ফাইরুজ, গৌরি চন্দ, শুভশ্রী, জুড়ি, আকিবা,সামিরা, সাদ্দাম,সুমাইয়া,নিলয় দাস, আসমা, তানজিনা তাবাস্সুম মীম, ফাতেমা তুজ জোহরা,তাসপিয়া, বর্ষা,অরিন, শ্যামা সরকার মুন, তাম্মিনা, প্রখর পীযূষ  ও প্রত্ন পীযূষ। তবলায় সহযোগিতা করেন জনি দাস,

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তা পীযূষ এবং তাকে সহযোগিতা করেন মিঠুন বিশ্বাস ও আয়শা আক্তার রূপা।

উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য  কর্মকর্তাবৃন্দ যথাক্রমে মীরা রায় চৌধুরী,  রুমা মুজিব, মুহাম্মদ ফরিদ হাসান, উজ্জ্বল হোসাইন ও নাসরিন উজ্জ্বল।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম