মুক্তিযুদ্ধের বিজয় মেলায় তারুন্যের নৃত্যানুষ্ঠান ও সংগিত নিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুর:  এসো মিলি মুক্তির মোহনায় শ্লোগানকে নিয়ে ১৯৯২ সাল থোে চাঁদপুরে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা এ বছর গৌরবের ৩০ বছর। স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব জম্মশত বাষির্কী কে উৎসর্গ করে মাস ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা চলছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্হাপনায় নৃত্যানুষ্ঠান পরিবেশন করে রংধনু সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানে তারুন্যের সাধারন সম্পাদক অ্যাডঃ আতাউর রহমান পাটোয়ারীর হাতে বিজয় মেলার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শুভেচ্চা বক্তব্য রাখেন অ্যাডঃ আতাউর রহমান পাটোয়ারীর, রনজিত সাহা মুন্না।

সঞ্চালনা করেন সাংস্কৃতিক পরিষদের সদস্য সচিব মৃণাল সরকার। উপস্থিত ছিলেন বিজয় মেলার চেয়ারম্যান অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, মহা সচিব হারুন আল রশিদ, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার। বিশ্বনাথ চৌধুরী বিশুর সার্বিক সহযোগীতায় নৃত্য পরিবেশ করে নাহিদা, নিরব,সোহানা,জাকির, অন্তর, পূজন,কবির, শাকিল,মামুন, বাবু,সুমাইয়া, রনি, সোহাগ,রহমান, ইউসুফ,সোহেল, আঁখি,তানজিলা, মাহবুব।

রাতে সাংস্কৃতিক পরিষদের ব্যবস্হাপনায় চাঁদপুরের পরিচিত সাংস্কৃতিক সংগঠন সংগীত নিকেতন তাদের মনোমুগ্ধ কর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। স্বপন সেন গুপ্তের সার্বিক সহযোগিতায় ও বিচিত্রা সাহা এবং বীণা ঘোষের পরিচালনায় সংগীত পরিবেশন করে রিয়া চক্রবর্তী, অর্পিতা, শ্রাবন্তী, রিমি, অনুসুয়া, তনুশ্রী, মিলি, নবনীতা, পূজা, মিতু, দেবযানী, অহনা, প্রতিভা, প্রাচী, রিচি, তনয়,অর্ঘ,তন্দ্রা, প্রত্যাশা, বর্ণালি,দিপা, দিপ্ত, প্রঞ্জা,তুলি,অথৈ,দিবা,অতিথি শিল্পী পূজা সাহা ও জয়ন্তি দে।

নৃত্য পরিচালনায় ছিলেন অপু বিশ্বাস ও কাব্য কনিকা ঘোষ। যন্ত্র সংগীতে ছিলেন দিপক চক্রবর্তী, শুভ্র রক্ষিত, রাজিব চৌধুরী, এম এইচ বাতেন, অন্তু।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম