মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকারের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ডের মরাদোন গ্রামে প্রাক্তন মেয়র বিল্লাল হোসেন সরকার বাড়িতে ১ জুলাই শনিবার বিকালে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
সাবেক মেয়র বিল্লাল সরকারের ভাই আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আল মাহমুদ টিটু মোল্লার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম, বিশিষ্ট শিল্পপতি মাজাকাত হারুন মানিক, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যাংকার জাকির খান, আওয়ামী লীগ নেতামোঃ বোরহান উদ্দিন, কাউন্সিলর প্রার্থী এনামুল হক ইমতিয়াজ, কাউন্সিলর প্রার্থী শিউলি আক্তার, কাউন্সিলর প্রার্থী লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন নান্নু, সোহেল রানা, পৌর ছাত্রলীগে যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ অপু, সাবেক ছাত্রনেতা জামাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, সাবেক ছাত্রনেতা এইচএম সুরুজ্জামান, পৌর যুবলীগ নেতা মোঃ হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে হবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে এবং বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, নৌকার প্রার্থীকে হারাতে মাঠে বিএনপি জামায়াতের কর্মীরা গোপনে কাজ করছে। তা সফল হতে দেয়া যাবে না। কারণ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনো বিএনপি জামায়াতের কর্মকাণ্ডে ফুটে ওঠে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে যেতে নৌকার বিজয়ের বিকল্প নেই।
ফম/এমএমএ/