মা ইলিশ রক্ষা অভিযান সফল : জেলা মৎস্য কর্মকর্তা

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলা মেহেদী হাসান। ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর: জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর শুরু হওয়া অভিযান শেষ হয়েছে শুক্রবার (২৮ অক্টোবর) মধ্য রাতে। ২২ দিনের এই অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। অভিযান সফল হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলা মেহেদী হাসান।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে তিনি মা ইলিশের অভিযানে মৎস্য বিভাগের ভূমিকা সম্পর্কে সাংবাদিকদের বক্তব্য দিতে গিয়ে বলেন, ২২ দিন জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনার প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করা হয়। মা ইলিশ রক্ষার এই অভিযানে আমরা সফল হয়েছি। কারণ জেলা ট্রাস্কফোর্সের পক্ষ থেকে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেসব সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদের চেষ্টা অব্যাহত ছিল। অভিযানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ সমন্বয় করে কাজ করেছে।

তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যেসব জেলে নদীতে নেমেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হয়েছে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় কাউকে ছাড় দেইনি। জেলার নিবন্ধিত ৪৪ হাজার ৩৫জন জেলকে ২৫ কেজি করে খাদ্য সহায়তা চাল দেয়া হয়েছে। আশা করছি সকলের প্রচেষ্টায় আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম