চাঁদপুর: চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, ইলিশ সম্পদ আমাদের সকলকে রক্ষা করতে হবে। এটা আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদকে বাঁচানোর দায়িত্ব শুধু প্রশাসনেরই নয়, দায়িত্ব সবার। যার যার অবস্থান থেকে মা ইলিশ রক্ষায় কাজ করতে হবে। কিছু দুষ্কৃতিকারী আছে তারা জেলেদেরকে টাকা দিয়ে নদীতে নামাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে হবে। মা ইলিশ রক্ষায় সকল স্তরের মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রবিবার (১০অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হবে। মাদকসক্ত জাতি না পেতে চাইলে আমাদের সবাই মিলে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। একজন মাদকব্যবসায়ীকে ধরার পর মানববন্ধন করবেন, কিন্তু সে কি করে তা আপনাদের জানতে হবে। সকলে চাইলেই আমরা দেশকে মাদকমুক্ত করতে পারব। আমরা সামনের প্রজন্মকে আসলে আমরা কি উপহার দিতে চাই! সেটা আমাদেরকেই নির্ধারণ করতে হবে। ছোট ব্যবসায়ী নয়, মাদকের গডফাদারকে ধরতে হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসক বলেন, আমরা সর্বরকম প্রস্তুতি গ্রহণ করেছি। এ বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে। জেলা প্রশানের পক্ষ থেকে আলাদাভাবে ত্রান সহায়তা দেয় হচ্ছে। এসময় আমাদের করোনা মহামারীর কথা চিন্তা করতে হবে। স্বাস্থবিধি মানতে হবে এবং সাংস্কৃতিক কোন অনুষ্ঠান করা যাবে না।
ডিসি বলেন, আজ থেকে ২৫ তারিখ পর্যন্ত সব ড্রেজার বন্ধ থাকবে। প্রতিনিয়ত আমাদের নির্বাহী কর্মকর্তারা এই বিষয়ে কাজ করে যাচ্ছেন। কিছু কিছু দুর্বৃত্ত রয়েছে তারা সবসময় আসাদের খেয়াল রাখে যে আমরা কি করি। এখন যেহেতু মা ইলিশ রক্ষায় কাজ করছি, এখন তারা বাজারকে অস্থিতিশীল করতে চাইছে। তাই আমাদের বাজার মনিটরিং করতে হবে এবং তিনি এই বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পরিশেষে তিনি বলেন, সর্বোপরি আমাদের চাঁদপুরে আইন-শৃঙ্খলা ভালো আছে। এ পর্যন্ত চাঁদপুর জেলায় ২৫% করোনা টিকা দেয়া হয়েছে। আশা করছি ডিসেম্বর মাসের মধ্যে ৫০% টিকা দেয়া সম্পন্ন হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সরোয়ার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়।
তিনি বক্তব্যে বলেন, আমাদের মাদকদ্রব্যকে নির্মুল করতেই হবে। মাদকের সাথে বিভিন্ন শ্রেণি পেশার লোক জড়িয়ে পড়ছেন। সেক্ষেত্রে মিডিয়ার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যানজটে নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে। কিশোর গ্যাং এর দৌরাত্ম্য কিছুটা বেড়ে গেছে। সেক্ষেত্রে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। মা ইলিশ রক্ষায় সবার সাথে আমাদের বাহিনীরও তৎপর রয়েছে। আমরা মা ইলিশ রক্ষা করার জন্যে বিভিন্ন চেক পোস্ট স্থাপন করেছি।
তিনি আরো বলেন, সেপ্টেম্বর মাসে চাঁদপুর জেলায় ১২০ টি মাদক মামলা হয়েছে। মাদক যেভাবে বেড়েছে গ্রেফতারও বেড়েছে, মামলার সংখ্যা বেড়েছে। মাদকের ব্যাপারে সাঁড়াশি অভিযান চলছে। চুরি-ডাকাতি রোধে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। নিরাপত্তার দিক দিয়ে আইন-শৃঙ্খলা ভালো রয়েছে। সামনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি চাঁদপুরে সামগ্রিক ভাবে ভালো আছে।
সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জেন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, নৌ-পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত, এনএসআই এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান, ফরিদগঞ্জ পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাইনুদ্দিন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কে এম দিদারুল আলম প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহাবুবুল আলম লিপু, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মোমেনা খাতুন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, জেলা সমাজ সেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
ফম/এমএমএ/