চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় ৪ জেলেকে ৭ দিন করে করাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান।
অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানে ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে ৪ জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় ১০ হাজার মিটার কারেন্টজাল, ৪৫ কেজি ইলিশ ও একটি মাছ ধরার কাঠের নৌকা।
তিনি আরো জানান, আটক জেলেদেরকে কারাদন্ড দেয়ার পরে কারাগারে পাঠানো হয়। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত ৪৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ ব্যাক্তিদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে নৌ পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।
ফম/এমএমএ/