
—এস ডি সুব্রত
নাজাত মাগফিরাত রহমতের কাল
আল্লাহর পবিত্র নেয়ামত
আহলান সাহলান মাহে রমজান
ঈমানদারগনের আমল ও ইবাদতের
পবিত্র মৌসুম মাহে রমজানুল মোবারক
চারিদিকে যুদ্ধ আর ক্ষুধার হাতছানি
এমনি বৈরী সময়ের হাত ধরে
মহান ত্যাগ তিতিক্ষার মাস
মাহে রমজান বয়ে আনুক স্বস্তি
চির শান্তির অমিয় ধারা ,
মুসলিম বিশ্ব সহ সারা জাহানে
ফিরে আসুক সত্য ও সুন্দরের নির্যাস
ধ্বনিত হোক আশার বাণী
সিয়াম সাধনার মাসে বর্ষিত হোক
পরম করুণাময়ের অশেষ রহমত
শান্তির বারতা আসুক প্রাণে প্রাণে
সত্য আসুক মিথ্যের খোলস ছেড়ে
সম্প্রীতির বন্ধনে যেন চিড় না ধরে
মোনাজাত হোক মানবকল্যাণে
শান্তি আসুক ধরণীজুড়ে ।
লেখক : কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
০১৭১৬৭৩৮৬৮৮ ।