মাহে রমজান উপলক্ষে মারুফ এন্টারপ্রাইজের বিশেষ মূল্যছাড়

ওয়াহিদুর রহমান বাবু। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল প্রকার ক্রয় সামগ্রিক উপর বিশেষ ছাড় দেওয়ার ঘোষনা করেছেন মারুফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, জেলা যুবলীগের অন্যতম প্রভাবশলী নেতা ওয়াহিদুর রহমান বাবু।

বিশেষ মূল্যছাড়ের কারন জানতে চাইলে তিনি বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস।এই মাসে আমার রোজাদার মা-বোনদেরকে পবিত্র, হালাল ও সঠিক পন্য সরবরাহ করার জন্যই বিশেষ মূল ছাড়ের ঘোষনা দিয়েছি।

তিনি বলেন আমার প্রতিষ্ঠান মারুফ এন্টারপ্রাইজ রয়েছে বাহারাইন থেকে আমদানিকৃত ট্যাংক, সৌদি আরব নিজে দেখে আমদানিকৃত  প্রিমিয়াম মানের বিভিন্ন ধরনের খেজুর, ঘাওয়া, মধু, নিজের কারখানায় তৈরিকৃত  খাঁটি ঘি, বিদেশী চকলেট, কাজু বাদাম, বিশ্বের বিভিন্ন দেশের ফলের জুস, বিশেষ আকর্ষন হিসাবে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত আতর। তাই আমি আশা করবো আপনারা আমার প্রতিষ্ঠান মারুফ এন্টারপ্রাইজ এসে পন্যের মান যাচাই করে হালাল ও সঠিক পন্য সংগ্রহ করুন।
যোগাযোগঃ মারুফ এন্টারপ্রাইজ,পুরাতন বাস স্ট্যান্ড,স্বত্বাধিকারী-ওয়াহিদুর রহমান বাবু। (মোবাইল: ০১৭১১৭০১৭৫৩)
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম