মাহমুদুন্নবীর গাওয়া ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’ গানটি এখনো শ্রোতাপ্রিয়। ১৯৭১ সালে মুক্তি পাওয়া অশোক ঘোষের ‘নাচের পুতুল’ ছবির গানটি পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন রাজ্জাক, সঙ্গে ছিলেন শবনম।
কে জি মোস্তফার কথায় সুর ও সংগীত করেছিলেন রবীন ঘোষ। এবার গানটি নতুন করে গেয়েছেন আসিফ আকবর।
সংগীতায়োজন করেছেন আজমীর বাবু। রবিবার (১৭ জুলাই) আসিফের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।
আসিফ বলেন, আমি গুণী শিল্পীদের গান নতুন করে কাভার করার ঘোষণা দিয়েছিলাম আগেই। এর মধ্যে মাহমুদুন্নবী, সৈয়দ আব্দুল হাদীসহ বেশ কয়েকজনের পরিবারের কাছ থেকে বা সরাসরি শিল্পীর কাছ থেকে অনুমতিও নিয়েছি। শ্রদ্ধেয় মাহমুদুন্নবীর গাওয়া এই গানটি আমার খুব প্রিয়। প্রায়ই গুনগুন করে গাই। এবার আমার শ্রোতাদের জন্য গানটি গাইলাম।
ফম/এমএমএ/