মাসুদ রানা পরিবারের উপর হামলার বিচারের দাবীতে মানববন্ধন

চাঁদপুর : চাঁদপুর এসএসসি ০৬ ও এইচএসসি ০৮ ইউনিট এর সদস্য মো. মাসুদ রানা ও তার পরিবারের উপর নেক্কার জনক হামলার বিচারেরর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচী পালনকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আসলে তার কাছে হামলার বিবরণ তুলে ধরের চাঁদপুর ইউনিটি এর সদস্যরা।

মানববন্ধন কর্মসূচী পালনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর সদস্য আ্যড. মুসলিম মিয়াজী ,আ ফ ম ইলিয়াছ, এস এম সোহেল, মো. শিপন, কাজি রুবেল, মো. রাজন গাজী রাজু, মো. জসিম উদ্দিন রনি, মো. মোরশেদ তালুকদার, মো. ইসমাইল হোসাইন, মো. সজীব পাটোয়ারী, মো. মিশকাত শরীফ,মো. মিলন মোল্লা, মো. নূরে আলম রনি, মো. পাবেল পাটোয়ারী, মো. বাবু আনোয়ার, মো. ফারুক আহমেদ চাঁদসহ চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুযারি শুক্রবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর শহরের যমুনা রোডে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে অতর্কিতভাবে হামলা চালিয়ে মো. মাসুদ রানা ও বৃদ্ধ বাবাসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে মারাত্বক ভাবে আহত করা হয়। হামলাকারীরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম