মাসিক কল্যাণ সভায় দিক নির্দেশনা দিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম

চাঁদপুর: সোমবার (১১ সেপ্টেম্বর) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত উপস্থাপনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভার সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভার শুরুতে পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।

গত আগস্ট ২০২৩ মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশ সুপার এর নিকট হতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়-

আগস্ট মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন –
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ আবদুর রশিদ, হাজীগঞ্জ থানা, চাঁদপুর। সর্বোচ্চ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন এসআই (নিঃ)/ মোঃ শাহরিন হোসেন, সদর মডেল থানা, চাঁদপুর।

সর্বোচ্চ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন এসআই (নিঃ) মো মিছবাহুল আলম চৌধুরী, হাজীগঞ্জ থানা, চাঁদপুর। জেলা গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন এসআই(নিঃ) কামরুল হাসান কায়কোবাদ, শহর ও যানবাহন শাখার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন সার্জেন্ট/ মাহবুব আলম।

পুরষ্কার প্রদান শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম