চাঁদপুরে হাজীগঞ্জের মমিনুল হক মজুমদার টিটু (৪৫) মালয়েশিয়ায় ভবন নির্মাণ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন।
বাংলাদেশ সময় মঙ্গলবার (১২ এপ্রিল) ভোর ৭টায় মালয়েশিয়ার ডোরাঙ্গানো নামক স্থানে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত টিটুর নিকটাত্মীয় শফিকুর রহমান।
টিটুর বাড়ি হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামে।
তিনি ওই গ্রামের মজুমদারবাড়ির মৃত দলিলুর রহমান মাস্টারের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন টিটু। ২০১৪ সালে মালয়েশিয়ায় যান তিনি। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জানা গেছে, মমিনুল হক টিটু গত রবিবার সকালে মালয়েশিয়ার ডেরাঙ্গানো এলাকায় ভবন নির্মাণের কাজ করতে যান। সেখানে কাজ করতে গিয়ে একটি লোহার পিলারের কাঠামো (ফরমা) তার গায়ে পড়ে। এতে মারাত্মক আহত হন তিনি। পরে তাকে তার বাসায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাসায় চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর মারা যান তিনি।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান জানান, সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দ্রুত যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফম/এমএমএ/