
।।এস ডি সুব্রত।।
মায়েরা কখনো মরে না
বেঁচে থাকে আজীবন স্মৃতির আকাশে
বিপদে ভরসা দেয় অসুখে সান্ত্বনা
মায়ের তুলনা শুধুই মা
এক বুক ভালবাসা পাহাড় সমান ,
মায়ের মত কোথাও মেলে না
যত ভালবাসা সব হারায় একদিন
ইচ্ছা অনিচ্ছায় স্বার্থ কিংবা বাস্তবতায়
কেবল মায়ের ভালবাসা থেকে যায়
শেষ পর্যন্ত সন্তানের শুভ কামনায় ,
শত বাঁধা বিপত্তি আর প্রতিকুলতায়
মায়ের ভালবাসা কোনভাবেই শেষ হয় না
মায়ের মতো কেউ হয়না ।
লেখক : কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
০১৭১৬৭৩৮৬৮৮ ।