মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) নৌকা মনোনয়ন পাওয়ায় মতলব উত্তরের সুজাতপুর বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলার সুজাতপুর বাজার আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পূণরায় আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়েজ উল্লাহ ভুইয়া এবং ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামজিদ পাটোয়ারী রিয়াদের নেতৃত্বে আনন্দ মিছিলে অংশগ্রহন করেন, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মনু পাটোয়ারী, ফতেপুর পূর্ব ইউপি সদস্য মোঃ রিয়াদ, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সরকার মোঃ খোরশেদ আলম, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মাহবুব বেপারী, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জনি, যুবলীগ নেতা জসিম উদ্দিন পাটোয়ারী, নিপু সরকার, মোঃ মামুন সহ নেতাকর্মী।
মিছিল শেষে আনন্দ সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)কে চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করেছেন।
নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে সকল ভেদাভেদ ভুলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। এবারের নির্বাচনে আবারো আওয়ামী লীগ ক্ষমতা আসবে। আমরা সবাই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।
ফম/এমএমএ/