‘মামলা কমলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও উন্নত হবে’

চাঁদপুর সদর উপজেলা আইনগত সহায়তা কার্যক্রম বিস্তারে উদ্বুদ্ধকরন ও মত বিনিময়

চাঁদপুর: গরীব দুঃখীর মামলার ব্যায় বাংলাদেশ সরকার সবসময় দেয়, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চাঁদপুর সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আইনগত সহায়তা কার্যক্রম বিস্তারে উদ্বুদ্ধকরন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে চাঁদপুর  সদর উপজেলার হলরুমে অনুষ্ঠিত সভায়, সদর উপজেলার চেয়ারম্যান নাজিম দেওয়ানের সভাপতিত্ত্ব ও নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক।
তিনি বলেন, যেকোনো মানুষকে আইনি সেবা দেয়া লিগ্যাল এইড  সর্বদা প্রস্তুত। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য আইনি সেবা মানুষের দৌরগোরায় পৌঁছে দেয়া এবং মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা। দেশে বর্তমানে ৪০ লাখ মামলা রয়েছে।  এগুলো যদি আগামীতে অর্ধেকে নামিয়ে আনতে পারি তাহলেই সাধারণ মানুষের জীবনযাত্রা আরও উন্নত হবে। আমরা চাই মানুষ বিপদে-আপদে একে অপরের  পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে  থাকবে, যদি মামলার ধারাবাহীকতা কমে যায় তাহলে আমাদের অর্থনীতির চাকা এগিয়ে যাবে। আমাদের দেশ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা  লিগ্যাল এইড অফিসার মোঃ সাকিব হোসেন,  বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইয়েদুল করিম,ভারপ্রাপ্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার  (সদর সার্কেল)ইয়াসির আরাফাত, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল হাসান রিপন, পিপি রনজিত রায় চৌধুরী, জিপি এডভোকেট আব্দুর রহমান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ  মহসিন আলম, বাগাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটোয়ার, সচিব রকনুজ্জামান সহঅন্যান্যরা।
আলোচনা সভা শেষে উন্মুক্ত  প্রশ্ন পর্বের আয়োজন করা হয়, এতে লিগ্যাল এইড সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন রাখেন, সাংবাদিক মিজান লিটন, মাইনুল হোসেন, ইউপি সচিব রোকনুজ্জামান জামান ও মানিকুজ্জামান মানিক।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম