মানুষের কল্যাণে ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু : এমএ কুদ্দুস

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক -শিক্ষিকা ও কেয়ারটেকারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুলাই) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ কেয়ারটেকার রাজিবুল আলমের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার শেখ মোঃ হানিফ। এছাড়াও কয়েকজন শিক্ষক শিক্ষিকা বক্তৃতা দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কল্যাণে ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তাই আমরা এখনো ইসলামিক সেবা পাচ্ছি। আমাদের ছেলে সন্তানেরা মক্তবে আরবী পড়া শিখতে, পবিত্র কোরআন পড়া শিখতে পারছে। গ্রাম পর্যায়ে এই সেবা পৌঁছে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য আমরা সবকিছু পেয়েছি। সকল ধরনের সেবা পেয়েছি। স্মার্ট বাংলাদেশ পেতে যাচ্ছি। তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনি।

ফম/এমএমএ/আরাফাত/

ফোকাস মোহনা.কম