আজ রবিবার। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিভিন্ন গবেষণা ও জরিপ বলছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ফলে মানসিক রোগের প্রকোপ অনেক বেড়েছে।
বিশেষ করে করোনা পরিস্থিতিতে সৃষ্ট বেকারত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তার পাশাপাশি ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
এর সঙ্গে মাদকাসক্তি, পারিপার্শ্বিক পরিবেশ, নগরায়ণসহ পারিবারিক ও সামাজিক নানা অস্থিরতা মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
ফম/এমএমএ/