মানবিক সহায়তা নিয়ে শাহরাস্তির বন্যার্তদের পাশে প্রভাতের সদস্যরা

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে বন্যায় প্লাবিত হওয়ায় বিগত কয়েকদিন উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এক রাতের বৃষ্টিতে আবারো বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চলমান এ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার প্রায় সবকটি ইউনিয়ন। বন্যাদুর্গত অসহায় হয়ে পড়া মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে হাজির হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানিবন্দি অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর এর সার্বক্ষনিক স্বেচ্ছাশ্রম ও দিক নির্দেশনায় প্রকৃত অসহায়দের ঘরে ঘরে গিয়ে উক্ত ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল ৪ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, পেঁয়াজ ১ কেজি, রসুন আধা কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, মুড়ি ১ কেজি, বিস্কুটের মিনি ৬ প্যাকেট, ছোট জুস ১টি, কয়েল ২ পিস, কাগজ ২ পিস, কলম ২ পিস, প্রয়োজনীয় ঔষধ ও সাবান দুই প্রকার।
টিম প্রভাতের ৭ম ধাপের এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সমাজকর্মী আশেক এলাহী, আক্তার কাজী, চিতোষী পশ্চিম ইউডিসি সবুজ হোসেন, সংগঠনটির সহ সভাপতি জুয়েল হাজী, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার মিথিলা, সদস্য রেজাউল খান রানা, জহির মোল্লা, প্রভাত শাহরাস্তি শাখার সদস্য মোঃ তানভীর হোসেন, ফয়েজ আহেম্মদ, নাহিদ হোসেন সহ উক্ত এলাকার বিভিন্ন সামাজিক নেতারা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম