মাদারীপুর: মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মাদারীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহমুদ হাসান ও আব্দুল্লাহ-আবু-জাহের এর নেতৃত্বে মাদারীপুর জেলার সদর উপজেলায় ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন এবং পরিদর্শক মনিরুজ্জামান শেখ।
মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে নিম্নলিখিত ৫টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়:
ক) মেসার্স মাদ্রিদব্রিকস্, প্রো: জনাবজিয়াউররহমানজিয়া, পাঁচখোলা, সদর, মাদারীপুর। ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
খ) মেসার্স বেপারী ব্রিকস্, প্রো: জনাবশহীদ হাসান, পাঁচখোলা, সদর, মাদারীপুর। ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গ) মেসার্স আনোয়ার খান ব্রিকস্, প্রো: জয়নাল খান, পাঁচখোলা, সদর, মাদারীপুর। ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ঘ) মেসার্স এম আর কেব্রিকস্, প্রো: মোঃ খালেক খান, পাঁচখোলা, সদর, মাদারীপুর। ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ঙ) মেসার্স জে এস বিব্রিকস্, পাঁচখোলা, সদর, মাদারীপুর। ইট ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
উল্লিখিত ৫টি ইটভাটায় সর্বমোট ৩লাখ ৫৫হাজার টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা নাকরা এবং ইট প্রস্তুতে অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার নাকরার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/