মাদারীপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ভ্রাম্যমান আদালতে জরিমানা

ছবি: ফোকাস মোহনা.কম।

মাদারীপুর: রবিবার (২ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুদ্দিন গিয়াস এর নেতৃত্বে মাদারীপুর জেলার সদর উপজেলায় বিসিক শিল্প নগরী এলাকায় একটি ট্রাক হতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক ৪৮০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহনের দায়ে ট্রাক চালক রোমান শেখ-কে ৩ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

মোবাইল কোর্টে উপস্থিত থেকে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার এবং বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম