মাদারীপুর: বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদা এর নেতৃত্বে মাদারীপুর জেলার সদর উপজেলায় ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)(সংশোধন) আইন ২০১৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মহিষেরচর, সদর, মাদারীপুর ঠিকানায় মোঃ মনিরুজ্জামান গৌরা এর পরিচালনাধীন “এ আর বি ব্রিকস্ (মনির ব্রিকস্)” নামক ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা ধার্যপূর্বক আদায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নেভানো হয় ও কাঁচা ইট ভিজিয়ে নষ্ট করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।
মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার ও জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার না করার এবং অবৈধভাবে মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাস করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/