চাঁদপুর : ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ মুজিববর্ষের অঙ্গীকার, মাদক করবো পরিহার’ এই স্লোগান নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁদপুরে মাদক বিরোধী প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহন করে চাঁদপুর জেলা পুলিশ বনাম ভলিবল একাডেমি।
প্রতিযোগিতায় জেলা পুলিশ টিমকে ২-০ সেটে হারিয়ে ভলিবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
মন্ত্রী বলেন, মাদক রাষ্ট্র এবং পুরো বিশ^কে ধ্বংস করে দেবার ক্ষমতা রাখে। তাই এই ধরণের একটি ক্ষতিকর জিনিসের প্রভাব থেকে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ^কে মুক্ত রাখব এটা আমাদের সবার অঙ্গীকার হওয়া উচিৎ। মাদক ছড়িয়ে পড়াকে রোধ করতে হবে। তরুনদের কাছে এমন কিছু বিকল্প ব্যবস্থা করে দিতে পারলে তাদের মধ্যে আর মাদকের প্রবনতা থাকবে না। সেই ক্ষেত্রে খেলাধুলা ও সংস্কৃতি অনেক বড় ভূমিকা রাখতে পারবে। পাড়ায় পাড়ায় খেলাধুলা পুনরায় চালু করা উচিত।
তিনি বলেন, নিশ্চয়ই এ মাঠে টি-টুয়ান্টি ও ক্রিকেট প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হবে। সবাই মিলে একটু একটু চেষ্টা করলে আমরা অনেকদূর এগিয়ে যাব। আমাদের অঙ্গীকার করা উচিত মাদককে না বলা।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।
স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. এমদাদুল ইসলাম।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মো. মাইনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়াসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ফম/এমএমএ/