মাদকের অপব্যবহার রোধেকল্পে হাইমচরে কর্মশালা

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) দুপুরে হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় কর্মশালা সমন্বয় করা হয়।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপব্যবহার রোধ, সামাজিক আন্দোলন কিভাবে গড়ে তুলতে হবে, জনপ্রতিনিধি ও অভিভাবকরা কি ভুমিকা পালন করবে এসব বিষয়ে স্লাইড প্রদর্শনের মাধ্যমে গুরুত্বসহকারে তুলে ধরেন বিশেষ অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, পুরোহিত, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সাংবাদিকরা অংশগ্রহন করেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম