চাঁদপুর : চাঁদপুর সদর উজেলার ১৩নং হানারচর ইউনিয়নে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাসারের ছোট ভাই সোলেমান (৩৮)কে ইয়াবাসহ আটক করা হয়েছে।
মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
রোববার (৫ ডিসেম্বর) রাতে ডিবি পুলিশের এসআই শামীমা আক্তার সঙ্গীয় ফোর্সসহ ১৩নং হানারচর ইউনিয়নের দর্জি বাড়ি থেকে আব্দুল বারেক দর্জির ছেলে মোঃ সোলেমান (৩৮) কে ৩০ পিস ইয়াবাসহ আটক করে।
১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাসারের বিরুদ্ধে রয়েছে মাদক বিক্রির অভিযোগ। হানারচর ইউনিয়নে বাসার মেম্বার মাদকের সিন্ডিকেট পরিচালনা করে বলে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী।
আটকৃত সোলমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর সদর মডেল থানায় মাদক করা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়।
ফম/এমএমএ/