মাদকসহ কুমিল্লার দুই মাদককারবারি কচুয়ায় গ্রেফতার

কচুয়া (চাঁদপুর): গাঁজাসহ কুমিল্লার দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

শুক্রবার (৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের জগতপুর এলাকায় বাসে তল্লাসি চালিয়ে তিন কেজি ৫ শ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাদুর উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ও মো. শাহজাহান।

থানা পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের এবং চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম