![](https://www.focusmohona.com/wp-content/uploads/2024/07/JLP-06.jpg)
চাঁদপুর: খুবই আনন্দঘন পরিবেশে ‘মাদককে না বলুন’ স্লোগানে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে জুনিয়র বনাম সিনিয়র প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে ‘বাগাদী কিশোর ব্রাদার্স ক্লাব’ আয়োজিত বাগাদী বালুর মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
প্রীতি এই ফুটবল খেলার উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
এতে খেলায় সিনিয়র ও জুনিয়র দুটি দলই অংশ গ্রহণ করে।
সিনিয়র দলের খেলোয়াড় ছিলেন, জাকির হোসেন হিরু, বরকত উল্লাহ খান, শাহাদাত হোসেন বাবু, মাকসুদ আলম শাহীন, আমির হোসেন গাজী, দেলোয়ার হোসেন খান, আবু বকর মানিক, মাসুদ ভুইয়া, মাসুদ গাজী, ফারুক গাজী, সুমন মুন্সি, মহাসিন গাজী, জসিম গাজী ও মহন গাজী।
জুনিয়র দলের খেলোয়াড় ছিলেন- লিটন গাজী, দীপু মিয়াজী, রাজিব গাজী, হাবিব গাজী, সুমন খান, হাবিব শেখ, রিপন তালুকদার, শিপন তালুকদার, রুবেল গাজী, হাসান গাজী, আরিফ উল্লাহ গাজী, লিটন গাজী ও নুরে আলম গাজী।
খেলা সঞ্চালনার দায়িত্ব পালন করেন জহির হোসেন বাবু, মিলন গাজী ও হাসিম গাজী। চমৎকার এই ফুটবল খেলা স্থানীয় দর্শকরা উপভোগ করেন।
ফম/এমএমএ/