মাতৃছায়া একতা সংঘের প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে বিধবা ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের চলাচলের জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ফেসবুক সংগঠন “মাতৃছায়া একতা সংঘ” আয়োজিত ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিতরন অনুষ্ঠানে ছেংগারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক বেনজীর আহমদের সভাপতিত্বে সাংবাদিক ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান, এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক শামসুজ্জামান ডলার, প্রভাষক আলামিন পারভেজ, ইসরাফিল খান বাবু, মাহবুব আলম লাভলু, মনিরুল ইসলাম মনির ও মমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতায় ছিলেন মাতৃছায়া একতা সংঘের প্রতিষ্ঠাতা ও এডমিন আলামিন ফরাজী, ফজলুল হক, এডমিন আলামিন, নিসাত জাহান, মাহফুজু রজমান, মাহী, শেখ রাব্বানি মাহী, শেখ রাব্বানী,হাসিনা আক্তার রুনা এবং মডারেটর সোহেল দেওয়ান, ছাব্বির রহমান, শিফাত সরকার, মোঃ আনিছ, মোঃ হাবিব, মোঃ সাফায়েত, এনামুল হক, সামিয়া বিন্তি, ফারজানা আক্তার, সজিব হোসেন, সাহাদাত হোসেন জনি, সুলতানা আসিম, মোঃ রফিক।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম