
কবি-মোঃ সালাহ্উদ্দিন হাজরা
পৃথিবীকে চেষ্টা করেছি মন থেকে ভুলে যেতে
পারিনি তার বিচিত্র কর্মকাণ্ডে আটকে গেছি
তারই বক্ষে জেগে উঠা বৃক্ষের
অক্সিজেন বাঁচিয়ে রেখেছে
লাফ মেরে পৃথিবীকে ছেড়ে
উপরে যেতে চেয়েছি
পৃথিবী ঠিকই টেনে নিয়েছে বুকে মাতৃস্নেহে
শাসন করে রোগ শোক ভূমিকম্প দিয়ে
খাদ্য পুষ্টির যোগান দাতা
সকল প্রাণি উদ্ভিদের তীর্থ স্থান পৃথিবী।
অফুরন্ত সম্পদের ভান্ডার ধরণির উদরে
মাটির গায়ে লেপটে আছে
শৈশব কৈশোর অতীত বর্তমান ভবিষ্যৎ
মাটিতে পা রেখে হাঁটলে
সঞ্চারিত হয় অপার ভালোলাগা
লক্ষ প্রাণের আশ্রয়দাতা পৃথিবী
প্রাণের এক বিশাল খামার
এখানে প্রাণির চাষাবাদ চলছে প্রতিনিয়ত।
পৃথিবী ছেড়ে যাওয়া সহজ নয়
মরলে মিশে যেতে হবে মাটিতে
অপেক্ষায় থাকতে হবে
নতুন করে জেগে উঠার প্রত্যয়ে
পৃথিবীর বক্ষে মিশে আছে আদি পুরুষ
প্রাণের জীবনী শক্তি রসদ যোগায় মাটি
দেখে অবাক হই
সেই শক্তি যখন খেত ফসল
গাছে গাছে সঞ্চারিত হয়।
কিছু ক্ষুদ্র কণা ঘুরছে দেহ থেকে দেহে
মাটিতে গাছে গাছে পশুপাখির মাঝে
সেই কণাগুলো মাটিতে অবিকৃত আছে বলেই
প্রাণের এই বিশাল খামার
প্রাণির চাষাবাদ টিকে রয়েছে
এই মাটি থেকেই আবার জীবিত হবো
মাটির অপর নাম দেহ মানব দেহ পৃথিবীর দেহ।
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু) চাঁদপুর’ গ্ৰুপ।
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০