মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন

চাঁদপুর: বৃহস্পতিবার (১২ অক্টোবর)  মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুরে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা আন্ধেরী হিলফী ইভি, বন, জার্মানী; অরবিস ইন্টারন্যাশনাল, আমেরিকা ও দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন, অস্ট্রেলিয়ার সহযোগিতায় “আপনার চোখকে ভালোবাসুন, কর্মস্থলেও” প্রতিপাদ্যে যথাযথ মর্যাদায় বিশ্ব দৃষ্টি দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতৃক অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার চক্ষু স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রাঙ্গণ থেকে ইলিশ চত্ত্বর হয়ে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী ও মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়।

চক্ষু চিকিৎসা সংক্রান্ত সচেতনতামূলক স্লোগান ও দিবসটির প্রতিপাদ্য সন্নিবেশিত পোস্টার ও প্লেকার্ড এর সমন্বয়ে বর্নিল র‌্যালিটি চক্ষু চিকিৎসা বিষয়ক সর্ববৃহৎ জনসচেতনতামূলক আয়োজন বিশ্ব দৃষ্টি দিবস এর সাথ্যে সাদৃশ্য রেখে আয়োজন করা হয়েছে।

র‌্যালীতে দাতা সংস্থার প্রতিনিধিগণ, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, চাঁদপুর মেডিকেল কলেজের চিকিৎসক-শিক্ষার্থী, বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় অংশীজনেরা অংশগ্রহন করেন। রোভার স্কাউটের একটি বাদক দল তাদের মনোজ্ঞ পরিবেশনায় র‌্যালীকে উৎসবমুখর কওে দিবসটির তাৎপর্য তুলেধরে জনসাধারনের বোধগম্য করে তোলে।

এছাড়া দাতা সংস্থা আন্ধেরী হিলফী, বন, জার্মানী সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে নোয়াখালী সদর উপজেলার পূর্ব চর মটুয়া আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম আয়োজন করা হয়। উক্ত কার্যক্রমের আওতায় পাঁচশতাধিক গরীব অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণ করা হয় এবং ৬০ জন ছানী পড়া রোগীকে লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে ছানি অপারেশন করে দৃষ্টি ফিরিয়ে দেয়া হয়।

অরবিস ইন্টারন্যাশনাল, আমেরিকার সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে হাইমচর উপজেলার গন্ডামারায় মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় এবং মোয়াজ্জেম হোসেন কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম বাাস্তবায়ন করা হয়।

উক্ত কার্যক্রমের আওতায় প্রায় ৪৩০ শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়। দাতা সংস্থার আন্তর্জাতিক প্রতিনিধিদল উক্ত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক কায্যক্রমের জন্য হাসপাতাল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী কার্যনির্বাহী পরিষদ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

দাতা সংস্থা দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন, অস্ট্রেলিয়ার সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার, বাঞ্চারামপুর উপজেলার ফরদাবাদ আকবর উলূম মাদ্রাসায় চক্ষু শিবির আয়োজন করা করা হয়। উক্ত কার্যক্রমে ০৪ শতাধিক গরীব অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণ করা হয় এবং চোখে ছানি পড়া রোগীদেরকে চোখে লেন্স সংযোজন করা হয়।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম