মাওলানা সাইদুল ইসলামের পিতার ইন্তেকাল: শোক প্রকাশ

চাঁদপুর: ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা যুবকল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাওলানা সাইদুল ইসলামের পিতা  আবদুল মতিন গাজী (৮৪) আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮.৩০টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি  ৫ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবদিন, সহ-সভাপতি গাজী মুহা. হানিফ, মাওলানা মাকসুদুর রহমান ও সেক্রেটারি কে.এম ইয়াসিন রাশেদসানী।
শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহতায়ালার দরবারে কায়মনোবাক্যে দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পৃথক পৃথক বার্তায় আরও শোকপ্রকাশ করেন দীনি সংগঠনের জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন ও সাধারণ সম্পাদক মাওলানা যোবায়ের আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি মাওলানা আবুল বাশার, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা হেলাল আহমাদ ও সাধারণ সম্পাদক এইচ এম নিজাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইন, সাধারণ সম্পাদক মাহদি হাসান প্রমুখ।
আগামিকাল ২৮ সেপ্টেম্বর ২০২১ সকাল ৮টায় মরহুমের নামাজে জানাজা জাফরাবাদ হাফিজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম