মহিলা সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আছমা আক্তার আঁখি

চাঁদপুর: আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করছেন মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আঁখি।

রবিবার (১১ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জেলা কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় কর্মী-সমর্থকরা তারে সাথে উপস্থিত ছিলেন।

আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল। ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি। ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার। ২৬ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ এবং ১৭ অক্টোবর সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম