মহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকি, সম্পাদক শবনম

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক হিসেবে শবনম জাহানকে নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে নতুন সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালের ৪ মার্চে সম্মেলনের মাধ্যমে মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক হন মাহমুদা বেগম। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনার কারণে প্রায় পাঁচ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম