
রোববার (২৭ ফেব্রুয়ারী ) সকালে চাঁদপুর আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনাসভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা মাসূদা নূর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর আওয়ামীলীগ নেতা অ্যাড. সাইফুদ্দিন বাবু, জেলা পরিষদ সদস্য আয়শা রহমান লিলি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শাহিদা বেগম, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক ও কাউন্সলর খালেদা খানম, হাজীগঞ্জ পৌর মহিলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসি আক্তার, বাগাদী ইউনিয়নের মহিলা আওয়ামীলীগ নেত্রী পারুল বেগম।
আলোচনাসভা শেষে মহান মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ সদস্য আয়শা রহমান লিলি। পরে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

