চাঁদপুর: সুন্নি মতাদর্শ ভিক্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’ এ শ্লোগানে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের আয়োজনে ৭ জানুয়ারি রাজধানীর মহাসমাবেশ সফল করতে চাঁদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি )সকালে চাঁদপুর শহরের বিপনীবাগ পার্টি হাউসের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা আব্দুস সামাদ।
উদ্বোধকের বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু ছুফিয়ান খান আল কাদেরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলাইমান ফরিদ।
বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আবু জাফর মো. মাঈনুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজী, প্রচার সচিব মো. আবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা আব্দুস সামাদ বলেন, আগামী ৭ জানুয়ারি শনিবার ঢাকায় সমাবেশ হবে সুফিবাদী শান্তিপ্রিয় জনতার সমাবেশ। এমন ইতিহাসের সাক্ষি হবার জন্য ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ৭ জানুয়ারির সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবির ও সদস্য মাওলানা আব্দুর রহিমের যৌথ পরিচালায় ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদ, পীরজাদা নূর মোহাম্মদ আরেফিন, নুরুল আলম খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইসলামি ফ্রন্ট নেতা অধ্যক্ষ মাওলানা মো. জসিম উদ্দীন, অধ্যক্ষ রফিকুল ইসলাম আল কাদেরী, আলমগীর শাহ আল কাদেরীসহ বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চাঁদপুর জেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ফম/এমএমএ/