মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি কামরুজ্জামান

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের দ্বিতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ফোকাস মোহনা.কম’ এর উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. কামরুজ্জামান ইবনে আমিন সোহাইল। সম্প্রতি পরিচালনা পর্ষদের সদস্যরা তাঁকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন।

শনিবার (০৬ আগষ্ট) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি পর্ব শেষে সভার শুরুতে কমিটির সকল সদস্য সভাপতিকে পুষ্পমাল্য দিয়ে বরণ করেন। সভাপতিও সকল সদস্যক ফুল দিয়ে বরণ করে নেন।

আরও পড়ুন>>উন্নয়ন ও সফলতায় এগিয়ে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়

কামরুজ্জামান বলেন, মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তিনি আমাকে এই বিদ্যালয়টির উন্নয়নে কাজ করার সুযোগ করে দিয়েছেন। সর্বশেষ কমিটিরও আমি সভাপতি ছিলাম। আমার অনপুস্থিতিতে কমিটির নির্বাচিত সদস্যরা আমাকে নির্বাচিত করেছেন। বিগত দিনে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমাকে ও কমিটির সকলকে সার্বিক সহযোগিতা করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তাঁর প্রতিও আমি কৃতজ্ঞ।

আরও পড়ুন>>মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা

তিনি বলেন, যে কোন শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাবে, যখন পরিচালনা পর্ষদের সদস্যরা আন্তরিক হয়ে কাজ করবেন। আজকে আমি সভাপতি, আগামীতে থাকব না। পর্যায়ক্রমে পরিবর্তন হবে, আমরা চাইতে আরো মেধাবি ও অভিজ্ঞ লোক আসবেন। তখন তারা নতুন আইডিয়া নিয়ে বিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যাবেন। তবে যেহেতু আমি এই বিদ্যালয়ের সাথে সংযুক্ত হয়েছি, যতদিন বেঁচে থাকব সহযোগিতা করার চেষ্টা করব।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম