
ছবি: ফোকাস মোহনা.কম
চাঁদপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষে শহরের মিশন রোডস্থ রেইনবো হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (২৬মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগন এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। শহর ও শহরতলী থেকে আগত প্রায় দেড় শতাধিক রোগী এ চিকিৎসা সেবা পেয়েছেন ।
বিশেষজ্ঞ চিকিৎসকগনের মধ্যে উপস্থিত ছিলেন- ডাঃ রাশেদুুর রহমান তালুকদার (চক্ষুবিশেষজ্ঞ), ডাঃমোঃআহসান উল্লাহ (নাক,কান,গলা বিশেষজ্ঞ), ডাঃপিযুষ সাহা (মেডিসিন ও কার্ডওলজি), ডাঃনুর হোসেন বান্না (অর্থপেডিক) ও ডাঃ শর্মিষ্ঠা দে (গাইনি)। উল্লেখিত চিকিৎসগণ এই হাসপাতালে নিয়মিত রোগী দেখেন।
ফ্রি চিকিৎসা সম্পর্কে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃমহসিন ভূইয়ার বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আমাদের হাসপাতালের একবছর পূর্তি উপলক্ষে আমরা অসহায়, দুস্থ ও গরিব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দিতে এই আয়োজন করেছি। এখন থেকে নিয়মিতভাবে আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন দিবসে ফ্রি চিকিৎসা সেবা দেয়া অব্যাহত থাকবে।
আনুষ্ঠানিকতায় উপস্থিতি ছিলেন প্রতিষ্ঠনের পরিচালক মোঃকবির হোসেন ভূইয়া, অপু পাটোয়ারী, মিজান লিটন, ইসমাইল হোসেন ও ম্যানেজার আরিফ খান প্রমুখ।
ফম/এমএমএ/