
চাঁদপুর: মহান স্বাধীনতা দিবসে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বরনকারী সদস্যসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২৬ মার্চ) বিকেলে বালিয়া ইউনিয়ন পরিষদে এই ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী বলেন,আজ ২৬ শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতার ডাকে বাংলার দামাল ছেলেরা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো।যাদের ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। তাই জাতির পিতা বঙ্গবন্ধু সহ শাহাদাত বরনকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় আমাদের এই ইফতার ও দোয়া মাহফিল ।
অনুষ্ঠানে জাতীর পিতাসহ শাহাদাত বরনকারী সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ কবির আহমেদ ওসমানি।
ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিয়াজী,সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কবির আহমেদ ওসমানী,সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী, আওয়ালীগ নেতা মোহাম্মদ মাহফুজুর রহমান টেলু, ইউনিয়ন আওয়ালীগের সহ- সভাপতি মালেক মিয়াজী,ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন খান,সাধারণ সম্পাদক মঞ্জিল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন যুবলীগ নেতা মোক্তার হোসেন।
ফম/এমএমএ/