মহান বিজয় দিবসে উপজেলা প্রেসক্লাব, হাইমচরের শ্রদ্ধা নিবেদন

হাইমচর (চাঁদপুর): আজ বাঙালির চিরদিনের গৌরব, অসমসাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের অর্ধশতবর্ষ পূর্ণ হলো। আজ বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিন, ১৬ ডিসেম্বরে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। আজ সেই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্নজয়ন্তী।
বৃহস্পতিবার মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন মাঠ পর্যায়ের  কর্মরত সাংবাদিকদের সংগঠন উপজেলা প্রেসকলাব, হাইমচর এর নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর প্রতিষ্ঠাতা সদস্য মাজহারুল ইসলাম শফিক, উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর আহ্বায়ক ফারুকুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন রনি, মোঃ মহসিন মিয়া, জাহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব হাইমচর এর সদস্য সাহেদ হোসেন দিপু, হাসান আল মামুন, শরীফ হোসেন, শরীফ মো. মাছুম বিল্লাহ, সবুজ হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম