মতলব উত্তর (চাঁদপুর): ১৬ই ডিসেম্বর মহান স্বাধীনতা ও বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
সোমবার (১৬ডিসেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদে তিনি হাজির হয়ে মহান মুক্তযুদ্ধের শহীদের আত্মর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় হাজারো নেতাকর্মী তানভীর হুদার সাথে বিজয়ের মিছিল করে যোগদান করেন। মতলব উত্তর উপজেলার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিজয় দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উপজেলা শ্রমিকদল, যুবদল, ছাত্রদল, ছেংগারচর পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ দলীয় সংগঠনের নেতাকর্মীরা তাদের নেতা তানভীর হুদার সাথে শহীদ স্মৃতিস্তম্ভে পূষ্পস্তবক অর্পণ করেন। এসময় দলীয় সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/