মহদ্দিরবাগ সুলতান আহম্মেদ ভূঁইয়া কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসায় শোক দিবস পালিত

কচুয়া উপজেলার মহদ্দিরবাগ আলহাজ্ব সুলতান আহম্মেদ ভূঁইয়া কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বক্তব্য রাখছেন, আকতার হোসেন সোহেল ভূইয়া।

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার মহদ্দিরবাগ আলহাজ্ব সুলতান আহম্মেদ ভূঁইয়া কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সোমবার (১৫ আগষ্ট) জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল, মিলাদ, দোয়া, আলোচনা সভা ও এতিমদের মাঝে উন্নত খাবার পরিবেশন।

কমপ্লেক্সের সভাপতি, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ-প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাদলা ইউপি চেয়ারম্যান নূর ই আলম রিহাত, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান, কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মোতালেব ও মোসলেহ উদ্দীন রিমু প্রমূখ।

আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এতিম খানার শিক্ষক হাফেজ হাফেজ মো. আলাউদ্দীন। দোয়া-মুনাজাত শেষে এতিমখানার ছাত্রদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম